মোবাইল ফোনে টুকটাক লেখালেখির জন্য অনেকেই গুগল ডক্স (Google Docs) ব্যবহার করেন। লেখালেখির প্রয়োজনীয় প্রায় সব ফিচারই অ্যাপটিতে রয়েছে। সেই সঙ্গে অ্যাপটি খুবই হাল্কা ও ইউজার-ফ্রেন্ডলি হওয়ায় সহজেই ব্যবহার করা যায়। তবে অনেকেই ডকসে ফন্ট নিয়ে সমস্যার সম্মুখীন হন। নতুন ফন্ট যোগ করতে পারেন না।